Logo

আন্তর্জাতিক    >>   চীনের হুনানে বিশাল স্বর্ণখনির সন্ধান

চীনের হুনানে বিশাল স্বর্ণখনির সন্ধান

চীনের হুনানে বিশাল স্বর্ণখনির সন্ধান

চীনের হুনান প্রদেশের পিংজিয়াং জেলার ওয়াঙ্গু গ্রামে সম্প্রতি একটি বিশাল স্বর্ণখনির সন্ধান মিলেছে, যা বৈশ্বিক খনি জগতে চাঞ্চল্য সৃষ্টি করেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে রয়টার্স জানিয়েছে, এই খনিতে প্রাপ্ত স্বর্ণের বর্তমান বাজারমূল্য ৮ হাজার ৩০০ কোটি ডলার।

নতুন আবিষ্কৃত এই স্বর্ণখনি প্রায় দুই হাজার মিটার গভীরতায় অবস্থিত। ভূতত্ত্ববিদরা খনিটির ভেতর ৪০টিরও বেশি ‘গোল্ড ওর ভেইনস’ খুঁজে পেয়েছেন। এগুলো হল সেই বিশেষ স্তর যেখানে পাথরের ফাটল বা গায়ে স্বর্ণ জমাট বেঁধে থাকে। ভূত্বকের ফাটল দিয়ে লাভা প্রবাহিত হওয়ার সময় এই স্বর্ণস্তর গঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খনি বিশেষজ্ঞদের মতে, খনিটির তিন হাজার মিটার গভীরতায় রয়েছে উচ্চমানের স্বর্ণ, যার মোট ওজন প্রায় ১ হাজার টনেরও বেশি। এতে প্রতি টন আকরিক থেকে গড়ে ১৩৮ গ্রাম স্বর্ণ উত্তোলন সম্ভব। এটি বৈশ্বিক মানের একটি চমৎকার আবিষ্কার হিসেবে বিবেচিত হচ্ছে।

খনি আবিষ্কারকারী দলের পক্ষ থেকে জানা গেছে, খনিটি থেকে এরই মধ্যে স্বর্ণ উত্তোলন শুরু হয়েছে। খনির যেকোনো পাথর ভাঙামাত্র এর ভেতর স্বর্ণের ভেইনস দৃশ্যমান হচ্ছে। প্রাপ্ত স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ৬০ হাজার কোটি ইউয়ান, যা আন্তর্জাতিক মুদ্রা হিসেবে প্রায় ৮ হাজার ৩০০ কোটি ডলারের সমান।

চীন বৈশ্বিক স্বর্ণ সরবরাহের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বৈশ্বিক স্বর্ণের মোট চাহিদার ১০ শতাংশ সরবরাহ করেছে চীন। নতুন এই খনির আবিষ্কার চীনের বৈশ্বিক স্বর্ণ সরবরাহে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদা দিন দিন বাড়ছে। বিশাল এই স্বর্ণখনির আবিষ্কার চীনের খনি শিল্পকে আরও শক্তিশালী করবে। একইসঙ্গে এটি বৈশ্বিক স্বর্ণ বাজারে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। বিশেষজ্ঞদের মতে, চীনের মজুত স্বর্ণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা তাদের অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদা দিন দিন বাড়ছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert